ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বিএনপির ভেতরেই কেন বিস্মৃত একটি দিন?
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
সাতকানিয়ায় কলেজছাত্রী নাদিয়া নিখোঁজ: সন্ধান চেয়ে পরিবারের আবেদন
সাতকানিয়ায় ইউএনও পরিচয়ে প্রতারণা: জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান
বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
নকলার কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা
সাতকানিয়ায় জব্দকৃত অবৈধ গ্যাস সিলিন্ডার নিলাম স্থগিত
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেন নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
চট্টগ্রামের হাটহাজারীতে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় দশ কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। দীর্ঘ বছর ধরে দখল হয়ে থাকা চট্টগ্রাম জেলা পরিষদের জমি উদ্ধারে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, ফ্রন্ট ডেস্ক ও ই-সেবা কেন্দ্র) মো. ইসরাফিল জাহান-এর নেতৃত্বে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে পৌরসভা কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, একটি ভূমিদস্যু চক্র দীর্ঘ বছর ধরে চট্টগ্রাম জেলা পরিষদের প্রায় ছয় শতক জমি অবৈধভাবে দখল করে দাপটের সঙ্গে স্থাপনা নির্মাণ করে তাতে ব্যবসা পরিচালনা করছিল। অভিযানের দিন সকালে জেলা পরিষদের লোকজন পর্যাপ্ত পুলিশ সদস্য (জেলা ও হাটহাজারী মডেল থানা পুলিশ) নিয়ে ঘটনাস্থলে এলে প্রথমে কয়েকজন দোকানদারের বাধার মুখে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে টিনের ঘেরা তৈরি করে সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযানে সরকারি প্রায় দশ কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার হয়েছে। তবে কিছু ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, প্রশাসন গায়ের জোরে আইন বহির্ভূতভাবে তাঁদের উচ্ছেদ করছে।
সাতকানিয়ায় নকল এলপিজি গ্যাসের ২ গোডাউন সিলগালা
অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া, সেনাবাহিনীর সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন