ভুয়া ল্যাব টেকনোলজিস্ট, ভুয়া সিনিয়র স্টাফনার্স, ঝাড়ুদার কাম ব্লাড সেম্পল কালেক্টর
লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন
ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দিনমজুরের বাড়িতে কৃষি অফিসের কৃষিযন্ত্র ও সোলার পাম্প
সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার তারেক রহমান
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: কে হচ্ছেন ?
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ফলাফলে দেখা গেছে, মাদ্রাসাগুলো এবারও তুলনামূলক ভালো ফলাফল অর্জন করেছে, বিশেষ করে পাসের হার ও A+ প্রাপ্তির ক্ষেত্রে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৩৩৩ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩০৭ জন পাস করেছে, যা পাসের হার ৯২.১৯ শতাংশ।
সবচেয়ে বেশি পাসের হার অর্জন করেছে গারাগিলিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা—৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পাস করেছে, পাসের হার ৯৮.২৪ শতাংশ, A+ পেয়েছে ৩ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে কেরানিহাট জামেয়াতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও বাজালিয়া হেদায়েতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাও ৯৫ শতাংশের বেশি পাসের হার অর্জন করেছে। মোট ২০ জন শিক্ষার্থী A+ পেয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি।
৯৩% পাশের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ছৈয়দাবাদ এমদাদুল উলুম দুদুফকির আলিম মাদ্রাসা। একজন A+ সহ ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জনই পাশ করেছে।
অপরদিকে, এইচএসসি পরীক্ষায় মোট ২,৪১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ১,১৬২ জন পাস করেছে—পাসের হার ৪৮.০৪ শতাংশ।
উপজেলার মধ্যে চিব্বাড়ী আব্দুল মোতালেব কলেজ ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮২ জন পাস করে পাসের হার ৮০.৩৭ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করছে। প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী A+ পেয়েছে।
সাতকানিয়া সরকারি কলেজে পাসের হার মাত্র ৫২.৭৭ শতাংশ, ১১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন পাস করেছে, A+ পেয়েছে ২৮ জন।
তবে কিছু কলেজে ফলাফল ছিল বেশ হতাশাজনক। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে পাসের হার মাত্র ২০.৭২ শতাংশ। কর্ণেল (অব.) অলী আহমদ বীর বিক্রম কলেজ ও সাতকানিয়া আদর্শ মহিলা কলেজেও পাসের হার ৩৫ শতাংশের নিচে।
সাতকানিয়া উপজেলায় আলিমে মোট পরীক্ষার্থী ৩৩৩,পাসের সংখ্যা ৩০৭ জন,পাশের হার ৯২.১৯%, A+ প্রাপ্ত ২০ জন। এইচএসসি মোট পরীক্ষার্থী ২৪১৭, পাশ করেছ ১১৬২, পাশের হার ৪৮.০৪%, A+ পেয়েছে ৪৭ জন।
উপজেলা পর্যায়ে মাদ্রাসাগুলোর উচ্চ পাসের হার শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনা ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কিছু কলেজে ফলাফল কমে যাওয়ার পেছনে শ্রেণিকক্ষের পাঠদানে ঘাটতি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতির অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।
আলিম পরীক্ষায় সাতকানিয়া উপজেলার মাদ্রাসাগুলো এবারের ফলাফলে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে, কিন্তু কলেজগুলোর ফলাফল নিয়ে উদ্বেগের জায়গা রয়ে গেছে। শিক্ষা মান উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের তদারকি আরও বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
মন্তব্য করুন