ভুয়া ল্যাব টেকনোলজিস্ট, ভুয়া সিনিয়র স্টাফনার্স, ঝাড়ুদার কাম ব্লাড সেম্পল কালেক্টর
লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন
ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দিনমজুরের বাড়িতে কৃষি অফিসের কৃষিযন্ত্র ও সোলার পাম্প
সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার তারেক রহমান
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: কে হচ্ছেন ?
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
সাতকানিয়ায় মহাসড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলাকে কেন্দ্র করে এক বিক্রয় প্রতিনিধির হামলায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে গেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ কনস্টেবলের নাম আজাদ উদ্দিন (৪২)। তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে (৩০) আটক করেছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, সকাল ৯টার দিকে কেরানীহাট মোড়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আজাদ উদ্দিন। এসময় মহাসড়কের ওপর দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে সরে যেতে বলেন তিনি।
তিনি বলেন, “এতে ক্ষিপ্ত হয়ে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশ সদস্যের সাথে তর্কে জড়ান এবং গালিগালাজ করেন। পরে সাতকানিয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।”
পুলিশ জানায়, এর কিছুক্ষণ পর আবু বক্কর মোবাইল ফোনে পুলিশের কার্যক্রম ভিডিও করতে শুরু করেন এবং কটূক্তি করতে থাকেন। কনস্টেবল আজাদ তাকে বাধা দিলে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে আজাদ তার হাতে থাকা লাঠি দিয়ে বক্করকে আঘাত করেন।
এতে বক্কর আরও ক্ষিপ্ত হয়ে পাশের একটি দোকান থেকে লোহার চেয়ার এনে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।
পরে অন্য পুলিশ সদস্যরা আহত আজাদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করকে আটক করে।
ট্রাফিক ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী বলেন, “যানজট নিরসনে দায়িত্ব পালনকালে মহাসড়ক থেকে একটি কাভার্ডভ্যান সরাতে বলায় আমার এক পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত এবং আহত পুলিশ সদস্যের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন