ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বিএনপির ভেতরেই কেন বিস্মৃত একটি দিন?
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
সাতকানিয়ায় কলেজছাত্রী নাদিয়া নিখোঁজ: সন্ধান চেয়ে পরিবারের আবেদন
সাতকানিয়ায় ইউএনও পরিচয়ে প্রতারণা: জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান
বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
নকলার কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা
সাতকানিয়ায় জব্দকৃত অবৈধ গ্যাস সিলিন্ডার নিলাম স্থগিত
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেন নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
চকরিয়া উপজেলার অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ টিমটি অভিযান চালায়। অভিযানে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদ উল্লাহ ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “শুক্রবার রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অস্ত্রধারী তৌহিদ উল্লাহ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে শনিবার সকাল থেকেই তাঁর গতিবিধি নজরদারিতে আনা হয়। বিকেলে বাড়িতে অবস্থান নিশ্চিত হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে”।
তিনি আরও বলেন, “গ্রেফতারের পর তৌহিদ উল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়”।
ওসি জানান, গ্রেফতার তৌহিদ উল্লাহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় নতুন মামলা রুজু করা হচ্ছে।
মন্তব্য করুন