ভুয়া ল্যাব টেকনোলজিস্ট, ভুয়া সিনিয়র স্টাফনার্স, ঝাড়ুদার কাম ব্লাড সেম্পল কালেক্টর
লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন
ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দিনমজুরের বাড়িতে কৃষি অফিসের কৃষিযন্ত্র ও সোলার পাম্প
সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার তারেক রহমান
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: কে হচ্ছেন ?
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
সাতকানিয়া উপজেলায় ইসকন নিষিদ্ধের দাবিতে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৪ অক্টোবর ২০২৫ (শুক্রুবার) বাদজুমা সাতকানিয়া উপজেলায় ইসকন নিষিদ্ধের দাবিতে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি “ইসকন বিরোধী ঐক্য মঞ্চ, বাংলাদেশ” ও “ওলামা জনতা ঐক্য পরিষদ, সাতকানিয়া”র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
বিক্ষোভের সূচনা হয় জুমা নামাজের পর কানুপুকুর পাড় থেকে। বিপুল সংখ্যক অংশগ্রহণকারী মিছিলটি উপজেলা রোড হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষভাবে পোস্ট অফিস মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ছাত্র, স্থানীয় জনগণ ও ধর্মগুরু উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা এককভাবে দাবি জানান যে—ইসকনের সমস্ত কার্যক্রম দ্রুততরভাবে নিষিদ্ধ করতে হবে, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপ ঘটেছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে তদন্ত করে দোষীদের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে মুখপাত্ররা বলেন, “আমরা শান্তিপূর্ণ ও আইনী পথে নিজেদের দাবি জানাচ্ছি। যদি এখানকার সন্ত্রাসী কার্যকলাপের প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির দায়ভার সরকারের সর্বোচ্চ পর্যায়েই থাকবে।” বক্তারা আরও আশঙ্কা প্রকাশ করেন যে, নৈতিক ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।
মিছিল ও সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা সংহতির মর্মে কয়েকটি স্লোগান দেন।
উল্লেখ্য, বিক্ষোভস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বেগজনক পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিলেন; কিন্তু মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন